Yoast SEO Bangla Tutorial – ইয়োস্ট এসইও বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করা শিখবো।
ওয়ার্ডপ্রেসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যে ব্যবহৃত পরিচিত একটি প্লাগিন হলো এটি। আপনার বিজনেস ওয়েবসাইটটির জন্য অবশ্যই আপনাকে অনলাইন মার্কেটিং এর উপরে জোর দিতে হবে। গুগলে আপনার সাইটটি র্যাঙ্ক করার মাধ্যমে আপনি অসংখ্য এবং অগণিত ভিসিটর আপনার সাইটে নিয়ে আসতে পারবেন যা আপনার ব্যবসার পরিচিতি বৃদ্ধি, সেলস বৃদ্ধিতে সাহায্য করবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন, সেক্ষেত্রে ইয়োস্ট এসইও প্লাগিন আপনি আপনার সাইটের এসইও এর জন্যে ব্যবহার করতে পারেন। তবে চলুন, Yoast SEO Bangla – ইয়োস্ট এসইও টিউটোরিয়ালটি শুরু করা যাক।
প্রথমেই ড্যাশর্বোড থেকে বাম দিকের মেন্যুবারে প্লাগিন Plugin লিখাটিতে ক্লিক করুন এবং নতুন প্লাগিন ইনস্টল করার জন্যে Add New এই অপশনে ক্লিক করুন।

প্লাগিন নামটি লিখে সার্চ করুন, প্লাগনটি চলে আসলে Install Now এ ক্লিক করুন।

তারপর আবার Activate লিখাটিতে চাপ দিন।

প্লাগিনটি এ্যাক্টিভেট হয়ে গেলে পরবর্তীতে ড্যাশবোর্ডের বামপাশে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন আপনার প্লাগিন এবং এর অপশনগুলো দেখাচ্ছে। এখান থেকে General এই অপশনটিতে ক্লিক করুন।

কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। যেমনঃ Dashboard, Feature, Integrations, Webmaster Tools, Crawl settings, First time configuration. এই অপশনগুলোর মধ্যে কিছু অপশনগুলোতে আমাদের কাজ আছে। এগুলো আমরা বিস্তারিত দেখবো। Features এই অপশনে ক্লিক করুন।

এখানে ও কিছু অপশন দেখা যাচ্ছে এবং স্ক্রল করলে আপনি নিচে আরো কিছ অপশন দেখতে পাবেন। অপশন গুলো বাই ডিফল্ট যেমন আছে, সেভাবেই থাকবে। এডিট করার দরকার নেই।

এখন আমরা Webmaster Tools এ ক্লিক করবো। এই অপশনগুলো থেকে আমরা আমাদের সাইটটি সার্চ ইঞ্জিনের ওয়েবমাস্টার টুলস গুলোর সাথে কানেক্ট করতে পারবো।
ছবিতে চারটি সার্চ ইঞ্জিন দেখা যাচ্ছে। প্রথমটি হলো Baidu যেটি চায়নার একটি সার্চ ইঞ্জিন। পরেরটি হলো Bing যা মাইক্রোসফ্ট ( Microsoft) এর। তৃতীয়টি হলো Google যার পরিচয় করানোর দরকার নেই এবং চতুর্থটি হলো Yandax যা রাশিয়ার। আমরা শুধুমাত্র গুগল (google) এবং বিং (bing) এই দুইটি সার্চ ইঞ্জিনের সাথেই আমাদের সাইটি কানেক্ট করাবো।


প্রথমে গুগল নিয়েই কাজ করছি। Get your Google verification code in Google Search Console এর নীল অংশটি অর্থাৎ Google Search Console অংশে ক্লিক করুন।

একটি নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে চারটি স্টিসেম দেয়া আছে। আপনি যেকোন একটি ব্যবহার করেই কাজ করতে পারেন। আমরা HTML tag ব্যবহার করেই কাজ করবো। HTML tag এ ক্লিক করুন।

কোডসহ একটি অপশন দেখতে পাবেন।
<meta name=”google-site-verification” content =” snkskslslsksllslslsldlsl” />.
এইরকম দেখাচ্ছে। এখান থেকে শুধু Content অপশনটির ভিতরে একটি কোড আছে যেটি ছবিতে ব্লার দেখাচ্ছে. এই কোডটুকু কপি করে নিন, আবার Webmaster Tools verification অপশনে ফিরে যান এবং Google verification code ফিল্ডে কোডটি পেস্ট করে নিচের Save changes বাটনে ক্লিক করে দিন। নিচের ছবিতে দেখুন।


এখন আবার আগের পেইজে ফিরে যান, এবং নিচে Verify বাটনে চাপ দিন।

আমাদের সাইটটি ভেরিফাইড হয়ে গেছে।

Yoast SEO Bangla Tutorial – ইয়োস্ট এসইও টিউটোরিয়ালের এই পর্যায়ে এখন আমরা সার্চ ইঞ্জিন ওয়েবমাস্টার টুলে আমাদের সাইটটি সাবমিট করবো। পূর্বের ছবিটিতে Search Console অপশনে চাপ দিতে পারেন কিংবা ব্রাউজারে লিখুন Google Webmaster Tool.
এখান থেকে ডানপাশে URL prefix এই ফিল্ডে নিচে আপনার সাইট লিঙ্কটি দিয়ে দিন এবং ক্লিক করুন Continue বাটনে।

আমাদের সাইটটি ভেরিফাইড হয়ে গিয়েছি কেননা আমরা HTML tag টি যুক্ত করেছিলাম। GO TO PROPERTY অপশনে ক্লিক করুন।

এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখন করতে হবে। আমরা সাইটম্যাপ সাবমিট (Sitemap Submit) করবো। প্রথমে আমরা বামপাশ থেকে Sitemaps অপশনে ক্লিক করবো।

Add a new sitemap এই অপশনেই আমরা সাইট ম্যাপটি সাবমিট করবো।

আমরা এখন ড্যাশবোর্ড ফিরে আসবো এবং ইউস্ট এসইও প্লাগিনে (Yoast Seo Plugin) চলে যাবো। প্রথমে General অপশনে ক্লিক করুন এবং পরবর্তীতে Features অপশনে ক্লিক করুন।

কিছু অপশন দেখতে পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল করলে অবশ্যই XML sitemaps অপশনটি চোখে পড়বে। এখান থেকে প্রশ্নবোধক চিহ্নটিতে ক্লিক করুন। তারপর See the XML sitemap এই অপশনে চাপ দিন।

আমাদের সাইটে প্রতিনিয়ত তৈরি করা পেইজ, পোস্টগুলো এখানে যুক্ত হতে থাকবে। আমরা এখন ওয়েবমাস্টার টুলে সাইটম্যাপটি সাবমিট করে দিলে আমাদের সাইটের সমস্ত কিছু সার্চ ইঞ্জিন ইনডেক্স করা শুরু করবে কিংবা তাদের সার্চ রেজাল্টে রেকর্ড করতে থাকবে। তাই বলা যায়, সাইটম্যাপ যু্ক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি আপনার ব্রাউজারের দিকে তাকান তাহলে লক্ষ করবেন, নিচের ছবির মতো একটি ইউআরএৱ (URL) আপনি দেখতে পারবেন। এই ইউআরএল (URL) থেকে শুধুমাত্র sitemap_index.xml এতটুকু কপি করে নিন।

Add a new sitemaps এই অপশনে গিয়ে ডটকম/ এর পরে পেস্ট করে দিন।

সাইটম্যাপ সাবমিট হয়ে গেছে। পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের সাইটের যাবতীয় সকল তথ্য ভালোভাবে দেখতে পারবো এবং এনালাইসিস ও করতে পারবো।

এখন আমরা Bing সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করবো। প্রথমেই ক্লিক করুন Bing webmaster Tools এ.

তারপর ডানপাশে Add your site manually এখানে আপনার সাইট লিঙ্কটি দিয়ে দিন এবং Add বাটনে ক্লিক করুন।

ছবিতে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকে HMTL meta Tag থেকে পূর্বের ন্যায় কোডটি কপি করে নিন।

আগের মতো General Option থেকে Webmaster Tools verification এ যান। সেখান থেকে Bing verification code জায়গাটিতে কপি করা HTML meta tag টি বসিয়ে নিচে Save Changes অপশনে ক্লিক করুন।

আবার আগের পেইজে চলে যান এবং নিচের Verify অপশনে ক্লিক করুন।

বিং ওয়েবমাস্টার টুলে (Bing Webmaster tools) আমাদের সাইটটি এ্যাড হয়ে গিয়েছে।

এখন আমরা Bing এ সাইটম্যাপ সাবমিট করবো। প্রথমে গুগলে যান, Bing Webmaster Tools লিখে সার্চ করুন, এবং প্রথমে একটি হটমেইল এ্যাকাউন্ট দিয়ে লগিন করে নিন। ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সাইটম্যাপ (Sitemaps) অপশনে ক্লিক করুন।

পরবর্তীতে আবার Submit sitemap বাটনে ক্লিক করুন।

আমরা কিন্তু পূর্বে সাইট ম্যাপটি দেখেছি এবং গুগলে ও ব্যবহার করেছিলাম। সেট সাইট ম্যাপটিই আমরা আবার এখানে বসিয়ে দিবো এবং Submit বাটনে ক্লিক করবো।

আমরা দেখতে পাবো যে, আমাদের সাইট ম্যাপ সাবমিট অবস্থাটি প্রসেসিং এ রয়েছে। আশা করা যায়, ২৪-৪৮ ঘন্টার মধ্যেই সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজটি আমরা সম্পন্ন করে ফেলেছি।

এখন আমরা Search Appearance এ ক্লিক করবো। Knowledge Graph & Schema.org এই ফিল্ডে আমরা Person অথবা Organisation সিলেক্ট করবো। যদি ওয়েবসাইটি হয় পার্সোনাল, সেক্ষেত্রে আমরা Person দিবো আর সাইটটি যদি কোন অর্গানাইজেশন কিংবা কোম্পানি হয়, তাহলে Organisation ব্যবহার করবো। পরবর্তীতে Organisation name ফিল্ডে নাম এবং Organisation logo কে লোগো সেট করে নিচে সেইভ বাটনটিতে ক্লিক করুন।

আবার প্লাগিন মেনু থেকে Social অপশনে ক্লিক করুন। এখান থেকে Accounts অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে, আপনার কোম্পানির সোস্যাল মিডিয়া এ্যাকাউন্টগুলো যুক্ত করার সিস্টেম করে দেয়া আছে। আপনি চাইলে যুক্ত করে নিতে পারেন।

নিচের ছবিতে আরো একটি ফিচার দেখতে পাবেন। যখন আপনার ওয়েবসাইটের কোন লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তখন কোন ছবিটি লিঙ্কের সাথে প্রদর্শিত হবে এটি এখন ফিচার থেকে ঠিক করে নিতে পারবেন। আপনি চাইলে Facebook, Twitter, Pinterest এর জন্যে আলাদা আলাদা ছবি আপলোড করতে পারবেন।

আশা করি, Yoast SEO Bangla Tutorial – ইয়োস্ট এসইও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।