WordPress Install Localhost Bangla Tutorial- ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম।আজকে আমরা Wamp Server ব্যবহার করে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস- WordPress ইনস্টল করা শিখব। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস রান করারা জন্যে আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস- WordPress এবং Wamp Server এ্যাপলিকেশনটি।
Download Link: WordPress
Download Link: Wamp Server
প্রথমেই আমরা ফাইল দুটি ডাউনলোড করে নিবো এবং Wamp Server টিকে পিসিতে ইনস্টল করে নিবো।
আমাদের ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইলটিকে আনজিপ করতে হবে। এরজন্যে আমাদের যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস জিপ ফাইল আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটিতে মাউসের রাইট বাউন দিয়ে ক্লিক করলে Extract Files এবং Extract Here নামে দুইটি অপশন থাকবে। আমরা Extract Files এ ক্লিক করে জিপ ফাইলটি আনজিপ করে নিবো।
আনজিপ করা হয়ে গেলে আমরা ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটির সাথে আরো একটি ফোল্ডার দেখতে পাবো যেখানে ওয়ার্ডপ্রেসের আনজিপ করা সমস্ত ফাইলগুলো থাকবে।

ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারটির মধ্যে ক্লিক করলে আমরা আনজিপ করা সমস্ত ফাইলগুলো দেখতে পারবো।
এখন আমাদের এই সমস্ত ফাইলগুলো কপি কিংবা কাট করে নিয়ে আমাদের ইনস্টল করা Wamp Server এর ভিতরে www নামক একটি ফোল্ডার আছে সেখানে নতুন আরকটি ফোল্ডার তৈরি করে আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে কপি করে আনা ফাইলগুলোকে পেস্ট করে দিবো।
বলে রাখা ভালো, আপনি Wamp Server ব্যবহার করে কোন প্রজেক্ট করতে চাইলে অবশ্যই আপনাকে Wamp Server ফোল্ডারের ভিতরে www নামক ফোল্ডারটির ভিতরে আপনাকে প্রজেক্টটি রাখতে হবে।
যেমনটি আমরা ওয়াম্প সার্ভারের ভিতরে www নামক ফোল্ডারের মধ্যে wordpress নামক একটি ফোল্ডারের মাঝে আমরা আনজিপ করা ফাইলগুলো রেখেছি।

এবার আমাদের কাজ হলো, সার্ভারটি ব্রাউজারে রান করা। Wamp Server এ্যাপলিকেশনটিতে ডাবল ক্লিক করে Yes বাটনে প্রেস করলে পরপর তিনটি কমান্ড প্রমপ্ট ওপেন হবে। কিছুটা সময় নিবে। তারপর আপনার সাভার্রটি অন হয়ে গেলে ব্রাউজারে localhost/ লিখলে নিচের ছবির মতো একটি ইন্টারফেজ দেখতে পারবেন।

এখন আমরা একটি ডাটাবেজ তৈরি করবো এবং তৈরি করা ডাটাবেজটি www এর ভিতরে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারটির মধ্যে থাকা wp-config.php নামক ফাইলটির মধ্যে এ্যাড করে দিবো। ডাটাবেজ তৈরি করার জন্য ব্রাউজারে localhost/phpmyadmin এটি লিখলে নিম্নের ছবির মতো একটি লগিন ইন্টারফেস আমরা পাবো।

বাই ডিফল্ট এই লোকাল হোস্ট লগিন পেইজে ইউজারনেইম = root এবং পাসওয়ার্ড = null (মানে ব্ল্যাঙ্ক থাকে)। আপনাদের পাসওয়ার্ড ফিল্ড ও খালিই থাকবে। শুধুমাত্র ইউজারনেইম এ root লিখে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে go তে ক্লিক করলে আপনি নিচের মতো একটি পেইজ দেখতে পারবেন।

পূর্বে আমরা বলেছিলাম, আমাদের একটি ডাটাবেজ তৈরি করে নিতে হবে। আমরা যেহেতু এখন লগিন অবস্থায় আছি, সেহেতু আমরা ‘New’ তে ক্লিক করে ”learning_wordpress” নামক একটি ডাটাবেজ তৈরি করবো।

চলুন, আমাদের তৈরি করা ডাটাবেজটি আমরা দেখি। নিচের ছবিতে ”learning_wordpress” নামক তৈরি করা ডাটাবেজটি আমরা দেখতে পারছি।

WordPress Install Localhost Bangla Tutorial এর এই পর্যায়ে, আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ এখন করবো সেটি হচ্ছে লোকাল হোস্টে তৈরি করা ”learning_wordpress” ডাটাবেজটি আমরা www ফোল্ডারের মধ্যে রাখা wp-config.php ফাইলের সাথে এ্যাড করে নিবো। এ কাজটি করতে ভুল করা যাবে না। ভুল করলে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস রান করা সম্ভব হবে না। তবে চলুন, এখন আমরা Wamp Server এর ভিতরে থাকা www ফোল্ডারটির মধ্যে wordpress নামক যে ফাইলটি আমরা তৈরি করেছিলাম সেটি ওপেন করে তার মধ্যে থাকা wp-config sample.php ফাইলটি নোটপ্যাডে ওপেন করি। wp config ফাইলের শুধু নিম্নের অংশটুকু আমরা পরিবর্তন করবো।

এখন, wp-config-sample.php ফাইলের মধ্যে থাকা ‘database name’ এ আমাদের লোকাল হোস্টে তৈরি করা ডাটাবেজটি আমরা বসিয়ে দিবো যার নাম ছিলো “learning_wordpress”. এছাড়া ডাটাবেজ ইউজারনেম এবং পাসওয়ার্ড ফিল্ডে আমরা লোকালহোস্টে যে ইউজারনেম দিয়েছিলাম, সেটি এখানে বসিয়ে দিবো। শুধুমাত্র ডাটাবেজ ইউজারনেম ফিল্ডে ”root” ব্যবহার করবো এবং ডাটাবেজ পাসওয়ার্ডে ফিল্টডি ব্ল্যাঙ্ক রাখবো। যদি ও আমি ডাটাবেজ পাসওয়ার্ড ফিল্ডে ”1234″ ব্যবহার করেছি, কেননা আমি পাসওয়ার্ড সেট করে রেখেছিলাম। কিন্তু আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড ফিল্ড খালি রেখে শুধু ইউজারনেম ফিল্ডে “root” ব্যবহার করলেই চলবে।
ফাইলটি ওপেন করলে কোড যুক্ত একটি ফাইল দেখতে পাবো। ভয়ের কিছু নেই, উল্লিখিত কোডগুলোর মধ্যে আমরা নিম্নের অংশটুকু শুধু পরিবর্তন করবো। আমরা একটি কাজ করতে পারি, তা হলো wp-config-sample.php ফাইলটিকে রিনেম করে wp-config.php করে নিতে পারি।
define( ‘DB_NAME’, ‘learning_wordpress’ );
/** Database username */ define( ‘root’, ” );
/** Database password */ define( ‘1234’, ” );
/** Database hostname */ define( ‘DB_HOST’, ‘localhost’ );
মোটামুটি আমাদের কাজ শেষ। আমাদের মনে আছে যে, www এর ভিতরে আমরা wordpress নামক ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের সবগুলি ফাইল রেখেছিলাম। এখন ব্রাইজারে গিয়ে localhost/wordpress লিখে হিট করলে নিম্নের ইন্টারফেসটি প্রদর্শিত হবে। এখান থেকে আমরা ভাষা সিলেক্ট করে নিবো।

ভাষা সিলেক্ট করার পরে কন্টিনিউ তে ক্লিক করলে নতুন একটি পেইজ প্রদর্শিত হবে।
এখানে কিছু ইনফরমেশন দিতে হবে যেমন সাইট টাইটেল, ইউজারনেইম, পাসওয়ার্ড, মেইল ইত্যাদি। এই সাবমিট করা ইউজারনেইম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই পরবর্তীতে আপনাকে লগিন করতে হবে। যাবতীয় তথ্য পূরণ করার পরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করবো।

ইনস্টল বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেইজ প্রদর্শিত হবে অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কনফার্ম হয়ে গেছে। এখন আমরা লগিন বাটনে ক্লিক করবো।

সবশেষে আমরা যে ইউজারনেইম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সেটি আমরা এখানে ব্যবহার করে লগিন করবো।

লগইন কম্পিলিট হলে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে পৌঁছে যাবো। লোকাল হোস্টে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস ফুলি কম্পিলিট।

আশা করি, WordPress Install Localhost Bangla Tutorial-ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন বাংলা টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে।
আরো দেখুনঃ WordPress Migration- Localhost TO Server