Importance of website Bangla Tutorial এ আপনাদের স্বাগতম। বিশ্ব আজ ডিজিটাল বা বলা চলে অনেকাংশেই অনলাইন মুখী। দিনকে দিন আমরা ইন্টারনেটে অধিক হারে সক্রিয় হচ্ছি এবং নতুন নতুন ব্যবহার কারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়েবসাইট মূলত ইন্টারনেটে আমাদের সমস্ত অনলাইন কার্যক্রমগুলো চালাতে সাহায্য করে। এটি আজকের বিশ্বে আমাদের সমাজের এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে৷ এই ওয়েবসাইটগুলি এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিংবা বাণিজ্যিক বা অন্যান্য কার্যক্রম গুলো সম্পর্কে ঘরে বসেই খুব সহজে জানতে পারি।
যেকোন বিষয়ে তথ্য অনুসন্ধান থেকে শুরু করে ব্যাংকিং কিংবা মুদি দোকানের কোন প্রোডাক্ট থেকে শুরু জামা কাপড়, এই সবকিছুই একটি সাইটের মধ্যে পাওয়া সম্ভব। চলুন, আমাদের দৈনন্দিন জীবনে ওয়েবসাইটের গুরুত্ব বোঝার জন্য আমরা কিছু দৈনন্দিন কাজ লক্ষ্য করি।
(i). তথ্য আদান প্রদান করা,
(ii). অনলাইন ব্যবহার করে অধ্যয়ন,
(iii). ভিডিও দেখা,
(iv). গেম খেলা, মুভি দেখা,
(v). একে অপরের সাথে সংযোগ হওয়া এবং কথা বলা,
(vi). ফটো দেখা এবং শেয়ার করা,
(vii). ব্লগ বা বই পড়া, কোন কিছুর জন্য সার্চ করা,
(viii). বিল পরিশোধ করা,
(ix). সঠিক সময়ে খবর পাওয়া,
(x). দূরবর্তী কোন স্থান সম্পর্কে জানা,
(xi). একটি ব্যক্তি বা কোন ব্যবসা সম্পর্কে জানা এবং এই প্লাটফর্মে একটি ব্যক্তিগত প্রোফাইল কিংবা জীবনবৃত্তান্ত বা কোন ব্যবসার অবস্থান তৈরি করা।
এর পাশপাশি একটি ওয়েবসাইট একটি ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সম্পর্কে সামনে আমরা বিস্তারিত আলোচনা করব।
সমাজ হল একটি সম্প্রদায় যেখানে আমরা বাস করি, মানুষের দল। আমরা যাই করি না কেন, তা হোক সামাজিক ক্রিয়াকলাপ বা ব্যবসা, এটি সমাজের মধ্যে থাকে এবং সমাজকেই প্রভাবিত করে। ওয়েবসাইটগুলি যখন ব্যক্তিগত, সামাজিক এবং ব্যবসায়িক উভয় উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ তখন তারা সামগ্রিকভাবে সমাজের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে যুগে আমাদের অনেক কার্যকালাপই অনলাইনের উপরে নির্ভর করে আছে। সেটি হতে পারে যোগাযোগ বা ক্রয়-বিক্রয় এর একটি মাধ্যম।
করোনা মহামারীই আমাদের দেখিয়ে দিয়েছে যে, ওয়েব এবং ওয়েবসাইট আমাদের সমাজের জন্য এবং আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। লকডাউনের দিনগুলিতে আমরা একে অপরের সাথে সংযুক্ত এবং যোগাযোগে থেকেছিলাম এবং আমাদের ব্যবসা, কাজ এবং আমাদের দৈনন্দিন কাজগুলি পরিচালনা করেছিলাম ঘর থেকে বের না হয়ে ও। এটি অবশ্যই প্রযুক্তি, এবং ওয়েবসাইট এর একটি অংশ কিন্তু ওয়েবসাইটগুলি ওয়েবের অবিচ্ছেদ্য অংশ।
জুম, গুগল মিট হলো সাইট ভিত্তিক প্ল্যাটর্ফম যা ব্যবহার করে আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছি এবং একে অপরের সাথে ঘরে বসেই মিটিং করতে পেরেছি, পেরেছি অনেক তথ্য ও শেয়ার করতে। এ দ্বারা আমরা বুঝতে পারি, ওয়েবসাইট আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বেশিরভাগ কাজ করতে সহায়তা করে। এটি যখন সবার জন্য এবং সমগ্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ তখন ব্যবসার জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমস্ত ব্যবসা সমাজেই করি, এর বাইরে নয়।
একটি ওয়েবসাইট হল একটি লাইভ এবং অ্যাক্সেসযোগ্য ওয়েব পৃষ্ঠা বা একাধিক ওয়েব পৃষ্ঠাগুলির একটি সেট যা একটি একক ডোমেন নামের অধীনে থাকে। ইন্টারনেটে কোন একটি সাইট খুঁজে পাওয়ার জন্যে সেই সাইটটির নাম জানা অবশ্যই প্রয়োজন। একটি সাইট নামকরণ এবং সাইটটিকে মনে রাখার জন্যেই ডোমেইন ব্যবহার করা হয়। ডোমেইন নাম ইন্টারনেটে ঠিকানার মতো ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব ডিজাইনার, ডেভেলপার বা একজন ওয়েবসাইট পেশাদার একটি বা বেশ কয়েকটি ওয়েব পেজ ডিজাইন করে যা সেই ডোমেইন নামে প্রকাশিত হয় এবং সেই ডোমেইনের জন্যে একটি ওয়েবসাইট তৈরি হয়ে যায়। যখন ডোমেনের সাথে ওয়েব পৃষ্ঠাগুলির সেট হোস্ট করা হয় এবং এটি তখন ইন্টারনেটে লাইভ হয়ে যায়, এবং একটি ওয়েবসাইট হিসেবে পরিচিতি পায়।
কাজের ধরণ বা ক্ষেত্র বিশেষ একটি ওয়োবসাইট বিভিন্ন ধরণের হতে পারে, যেমনঃ কোম্পনি ওয়েবসাইট, ই-কমার্স সাইট, নিউজ সাইট বা পোর্টাল, কমিউনিটি, অর্গানাইশেন, গেমিং, ব্লগ, মুভি বা ভিডিও, সোশিয়্যাল বা ব্যাঙ্কিং ওয়েবসাইট ও হয়ে থাকে। চলুন এখন দেখে নিই, ব্যবসায়িক ক্ষেত্রে একটি ওয়েবসাইট কিরকম ভূমিকা পালন করে তা দেখে নিই।
আসুন প্রথমে একটি ওয়েবসাইট সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া যাক। কেন একটি ব্যবসার জন্যে একটি ওয়েবসাইট প্রয়োজন? একটি ব্যবসায়িক ওয়েবসাইট থাকা বলতে আমরা কী বুঝি, একটি ব্যবসায়িক ওয়েবসাইট থাকার উদ্দেশ্য কী এবং সেই উদ্দেশ্যগুলিকে পরিবেশন করার জন্য এটি কী হওয়া উচিত৷ এটি মূলত একটি ব্যবসায়িক ওয়েবসাইট বা সহজভাবে একটি ওয়েবসাইটের গুরুত্ব বুঝতে আমাদের সাহায্য করবে। এছাড়াও আমরা একটি ওয়েবসাইট নিয়ে আসা সুবিধা এবং সুবিধাগুলি বুঝতে এবং উপলব্ধি করব।
প্রতিটি ব্যবসার জন্যেই মার্কেটিং প্রয়োজন। মার্কেটিং এর অর্থই হচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো। ডিজিটাল বিশ্বে একটি ব্যবসা কীভাবে এটি অর্জন করতে পারে? এটি শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে। একটি ব্যবসায়িক ওয়েবসাইট হল একমাত্র প্ল্যাটফর্ম যা নিম্নলিখিত বিষয়গুলো ঘটাতে সাহায্য করে। আমরা মিনিটের মধ্যে আমাদের শ্রোতা বা সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং সংযোগ করতে পারি। অথবা এটিকে ব্যবহার করে আমাদের সম্ভাব্য গ্রাহকরা মিনিটের মধ্যে এবং দিনের যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তারা আপনার ব্যবসা বা কোম্পানি, এবং এর পণ্য সম্পর্কে সবকিছু জানতে পারে। তারা কয়েক মিনিটের মধ্যে অনলাইন থেকে খুব সহজেই অর্ডার করতে পারে।
সুতরাং, একটি ব্যবসা প্রতিষ্ঠার জন্যে আপনার আজ একটি ওয়েবসাইট থাকা দরকার কারণ এই পৃথিবী এখন ডিজিটাল। মানুষ ঘরে বসেই খুব সহজে সেবা পাচ্ছে। আর এই কারণেই আজকের বিশ্বের ব্যবসার জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কেটিং এখন সব ডিজিটাল ভাবেই হচ্ছে এবং এর জন্য একটি ব্যবসার একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। আপনি কি জানেন যে, ওয়েবসাইটগুলো গুগল থেকে এত বেশি ট্রাফিক পায়? আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ যত বৃদ্ধি পাবে, আপনার সেল তত বৃদ্ধি পাবে, আপনার কোম্পানি ও খুব সহজেই মানুষের কাছে পরিচিত হবে।
SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে খুব সহজেই মূল্যবান অর্গানিক ট্রাফিক আনা সম্ভব যা কিনা আপনার ব্যবসার মুনাফাকে খুব সহজেই বাড়িয়ে দিতে পারে। তবে এর জন্যে আপনাকে অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ করতে হবে।
প্রযুক্তি এবং ইন্টারনেটের উন্নতি এবং অগ্রগতির সাথে সাথে ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বাড়ছে।
Why every business needs to have a website
বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি ব্যবসার জন্যেই একটি ওয়েবসাইট থাকা দরকার। প্রতিটি ব্যবসার জন্যে কেন একটি ওয়েবসাইট থাকা দরকার তা নিয়ে তিনটি কারণ আমরা আলোচনা করবো।
তথ্য গ্রহণঃ
আমরা আমাদের প্রয়োজনীয় যেকোন তথ্য ঘরে বসে খুব সহজেই পেয়ে যাচ্ছি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। এ ব্যাপারটি সম্পূর্ণই ঘটেছে ওয়েবসাইটের জন্যে। আপনি শুধুমাত্র ওয়েবসাইট এবং ওয়েব পৃষ্ঠাগুলির মাধ্যমে সমস্ত তথ্য খুঁজে পেতে করেন। এটি হাজার হাজার, লক্ষ, লক্ষ, দরকারী তথ্যসমূহকে বৃহৎ ওয়েব পৃষ্ঠাগুলির নেটওয়ার্কে ইন্টারনেটকে আবদ্ধ করে৷
গ্রাহকদের কাছে পৌঁছানঃ
আপনার গ্রাহক বা শ্রোতা বা পাঠকরা যেকোন জায়গা থেকেই আপনার ব্যবসা সম্পর্কে এবং আপনি যা বলতে চান তা অ্যাক্সেস করতে পারেন, যদি আপনি ব্যবসার জন্যে ওয়েবসাইট ব্যবহার করেন। এর একটি কারণ হলো, আপনার ওয়েবসাইটটি অনলাইনে সক্রিয় থাকে ২৪/৭,এবং বছরে ৩৬৫ দিন। আপনার সাইটের মাধ্যমেই গ্রাহক পণ্য সম্পর্কে জানতে পারবে, কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে, পণ্য সম্পর্কিত তথ্য পড়তে এবং কেনাকাটা করতে ও পারবে সাইট থেকে। আপনাকে মুখোমুখি না দেখে এবং আপনার অফিসে না গিয়ে আপনার গ্রাহকদের কাছে আপনি পণ্য সেল করতে পারেন।
তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যা হলো ওয়েব ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আপনি যেকোনো রকমের সাইট তৈরি করে আপনার গ্রাহককে সেবা দিতে পারবেন।
Importance of having a Business website.
একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো অনলাইন জগতে পরিচয় তৈরি করা। একটি ব্যবসায়িক ওয়েবসাইটের মাধ্যমে আপনি যা যা করতে পারেন।
১.তথ্য প্রকাশ ও শেয়ার করা।
২.ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা।
৩.বিশেষ করে, সার্ভিস বিক্রয় করা।
৪.আপনার শ্রোতাদের কাছে পৌঁছানো।
৫.আপনার দর্শকদের কাছে পরিবেশন করা।
৬.আপনার দর্শকদের সাথে সংযোগ করা এবং যোগাযোগ স্থাপন করা।
৭.আপনার দর্শকদের মধ্যে আপনার উপস্থিতি গড়ে তোলা।
৮.আপনার ব্যবসা এবং এর পণ্য ও পরিষেবাগুলির জন্য আপনার দর্শকদের মধ্যে বিশ্বাস তৈরি করা।
৯.আপনার ব্যবসা, এর অফার এবং আপনার পণ্য এবং পরিষেবাগুলিকে প্রচার এবং জনপ্রিয় করে তোলা।
বর্তমানে বিশ্বে ২০২২ সালে এবং ভবিষ্যতে ও এর গুরুত্ব কেন থাকবে?
১.বিশ্বে জনসংখ্যা প্রায় ৭.৫ বিলিয়ন।
২.বিশ্বব্যাপী প্রায় 5.1+ বিলিয়ন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।
৩. 65% জনসংখ্যা সক্রিয়ভাবে বা দৈনিক ইন্টারনেট ব্যবহার করে অ্যালেক্সার(Alexa) মতে, ইউটিউবের পরেই গুগল ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। ফেসবুকের অবস্থান ৬ নম্বরে।
৪.একজন ব্যবহারকারীর দ্বারা দৈনিক 6 ঘন্টার বেশি সময় ইন্টারনেটে ব্যয় হয়।
৫.ইন্টারনেটে মোট 1.92 বিলিয়ন ওয়েবসাইট রয়েছে যার এর মধ্যে ওয়েবে 198.4 মিলিয়ন সক্রিয় ওয়েবসাইট রয়েছে। ৬.প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ব্লগ পোস্ট প্রকাশিত হয়।
৭.প্রতি মিনিটে YouTube-এ ৫০০ ঘণ্টার বেশি ভিডিও আপলোড করা হয়।
উপরের সমস্ত পরিসংখ্যানগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। আর ওয়েবসাইটকে আমরা বলতে পারি ইন্টারনেটের ভিত্তি। এই কারণে ওয়েবসাইট প্রতিটি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমরা ইতিমধ্যেই অনলাইন যুগে আছি, আপনার ব্যবসার জন্যে একটি ওয়েবসাইট দরকার।
আশা করি, Importance of website Bangla Tutorial টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। Check out Our Website Service Package and Pricing.