Image Tools SMM Bangla Tutorial – ইমেজ টুলস এসএমএম(SMM) বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। সোস্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করলে অবশ্যই আপনাকে ছবি নিয়ে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ারের মাধ্যমে আপনার সার্ভিসের পরিচিতি, সার্ভিসের প্রাইজ-প্যাকেজিং, এমনটি আপনার প্রোডাক্টটি চাইলে আপনি ছবির মাধ্যমে ও ডিস্পেলে করতে পারেন। এই কাজগুলো করতে চাইলে আপনাকে অবশ্যই ছবি এডিটিং করার দরকার পড়বে। আপনি প্রফেশনাল কোন গ্রাফিক্স ডিজাইনার না হয়ে ও কিংবা ফটোশপ ইউজার না হয়ে ও ফ্রি অনলাইন টুলস ব্যবহার করার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের জন্য অসাধারণ এবং দারুণ ছবি তৈরি করতে পারেন। আজকে টিউটোরিয়ালে আমরা কিছু অনলাইন ফ্রি টুলস নিয়ে আলোচনা করবো যেই টুলসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। চলুন শুরু করা যাক।
Free Online Image Tools for Social Media Marketing(SMM)
1.Canva :
বর্তমানে জনপ্রিয় একটি ইমেজ হলো ক্যানভা। এটি দিচ্ছে প্রিমেড টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া চ্যানেলের জন্যে কাস্টম ইমেজ সাইজ, ড্রাগ-ড্রপ ইন্টারফেস, দুর্দান্ত ফ্রন্ট এবং এর মধ্যে আরো অনেক টুলস রয়েছে যার মাধ্যমে আপনি একটি ছবিকে অসাধারণ করে তুলতে পারবেন(নন ডিজাইনারদের জন্যে)। আপনি একটি ছবি এডিট করতে চান কিংবা একটি ছবি তৈরি করতে চান। সেক্ষেত্রে প্রথমে টেমপ্লেট সিলেক্ট না করে আপনি আপনার ছবিটির জন্যে কাস্টম সাইজ তৈরি করে নিন। ক্যানভা ফ্রি এবং প্রিমিয়াম সাবক্রিপশন আছে। প্রিমিয়াম ভার্সনে আপনি চমৎকার সব টেমপ্লেট, গ্রাফিক্স ইমেজ, ভেক্টর ইমেজ, আইকন ব্যবহার করতে পারবেন। ফ্রিতে ও আপনি পাবেন কিন্তু প্রিমিয়াম গুলো না। কিন্তু প্রিমিয়াম সার্ভিসে অসাধারণ গুলোই বেশি পাবেন।

2.Projector:
এই সাইটটি শুধুমাত্র আপনাকে সোশ্যাল মিডিয়ার জন্যে ছবি তৈরিই করতে দেয় না পাশাপাশি এটি ব্যবহারের মাধ্যমে আপনি প্রেজেন্টেশন, জিফ(GIF), ভিডিও এবং ইমেলের জন্যে ব্যানার ও তৈরি করতে পারবেন। কাজ শুরু করার জন্যে প্রথমে আপনি যে ধরণের সোশ্যাল মিডিয়া গ্রাফিক তৈরি করতে চান তা ঠিক করুন। একটি টেমপ্লেট সিলেক্ট করুন কিংবা স্ক্র্যাচ থেকে আপনার ডিজাইন শুরু করুন। আপনার এডিট করা ছবিটিতে আপসি ইমেজ এবং আইকন ছাড়াও অ্যানিমেশন, ট্রেক্সট ট্রানজিশন, গ্রেডিয়েন্ট, শ্যাডো ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। এই টুলসটি ব্যবহারের মাধ্যমে আপনি Unsplash, Giphy এর মতো কিছু সাইট থেকে স্টক ফটো, আইকন, জিফ ব্যবহার করতে পারবেন। এই সাইটটির একটি চমৎকার অংশ হলো, আপনার তৈরি করা কোন ছবির লিঙ্ক শেয়ার করতে পারেন। যার ফলে আপনার দলের অন্যকোন সদস্য ছবিটি পুনরায় এডিট করতে পারবেন।

3.Lightshot Screenshot:
এর মাধ্যমে আপনি খুব সহজেই কোন ওয়েবপেইজের স্ক্রীনশর্ট নিতে পারবেন। অনেক সময় যেকোন তথ্যসমৃদ্ধ ওয়েবপেইজে স্ক্রীনশর্টের প্রয়োজন হয়। লাইটশর্ট স্ক্রীনশর্ট এটি চমৎকার একটি টুল। যদি ও এটি গুগোল ক্রোম এক্সটেনশন। এটি ব্যবহারের মাধ্যমে আপনি যেকোন ছবিতে পেনটুল, লাইনটুল, এ্যারো, রেকটিংগেল টুল, টেক্সট ব্যবহার করতে পারেন। ছবিতে দেখুন।

4.Snappa:
যদি আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ডের সাথে সেলফি তুলতে চান, পণ্যের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে চান, বা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কোন ছবির জন্যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, তাহলে Snappa আপনাকে মাত্র এক ক্লিকেই এটি করতে দেয়। আপনার ফটো গ্যালারি থেকে কিংবা Snappa-এর অনলাইন গ্যালারি থেকে যেকোনো ছবি বেছে নিন এবং স্টক ফটো, কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং আরো কিছু অপশন ব্যবহারের মাধ্যমে আপনার ছবিটিকে খুব সুন্দরভাবে পরিবর্তন করে নিন। যদিও এই অনলাইন টুলসটি শুধুমাত্র একটি ব্যাকগ্রাউন্ড রিমুভার নয়। এটি ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য উচ্চ-মানের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।

5.Giphy:
আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার কারী হয়ে থাকেন তবে অবশ্যই আপনি জিফ (GIF) এটির নাম শুনেছেন কিংবা এটি ব্যবহার করেছেন। Giphy অনলাইন টুলসটি আপনাকে ছবি এবং ভিডিং ক্লিপ থেকে জিফ (GIF) তৈরি করতে দেয়। প্রথমে আপলোড অপশনে ক্লিক করুন। তারপর একটি ছবি কিংবা ভিডিও আপলোড করুন এবং GIF তৈরি করার জন্যে অ্যানিমেশন, টেক্সট, স্টিকার যোগ করে নিন।

6.Quozio:
কে মোটিভেশনাল স্পিচ পছন্দ করেন না? Quozio-এর মাধ্যমে, আপনি আপনার সোশ্যাল মিডিয়া অনুসরণকারীদের অনুপ্রাণিত করতে সুন্দর উদ্ধৃতি-ভিত্তিক ছবি তৈরি করতে পারেন। প্রথমে Quozio-এ একটি উদ্ধৃতি লিখুন, কে এটি বলেছে তা উল্লেখ করুন (এটি ঐচ্ছিক), এবং আপনার উদ্ধৃতিটির জন্যে চিত্র তৈরি করতে একটি টেমপ্লেট চয়ন করুন৷ এই টুলসটি আপনার উদ্ধৃতি ডিজাইন করতে বিভিন্ন রকমের ফ্রন্ট সহ বেশ কিছু ডিজাইন অফার করে থাকে।

7.Touch Retouch:
এই টুলসটি আপনাকে আপনার ফটোগুলি থেকে অবাঞ্ছিত বস্তু বা অবজেক্ট দূর করতে সাহায্য করে। আপনি ব্রাশ বা ল্যাসো টুলের সাহায্যে যে অবজেক্টটি অপসারণ করতে চান তা নির্বাচন করুন কিংবা লাইন টুলের সাহায্যে যেকোন উল্লম্ব বা অনুভূমিক রেখায় আলতো চাপুন। দেখবেন, অবজেক্টটি রিমুভ হয়ে গেছে। অপসারণ করা অবজেক্টটি নির্বাচন করার সময় আপনাকে খুব সুনির্দিষ্ট হতে হবে না। ব্রাশ দিয়ে মোটামুটিভাবে তাদের চিহ্নিত করুন, দেখবেন এটি রিমুভ হয়ে যাবে।

8.Easel.ly:
ইনফোগ্রাফিক হলো তথ্য, উপাত্ত বা জ্ঞানের গ্রাফিক ভিজ্যুয়াল উপস্থাপনা যা তথ্যকে দ্রুত এবং স্পষ্টভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। আপনি আপনার ব্যবসার সার্ভিস ধরণ বা ব্যবসার পরিচিতি তৈরি করতে ইনফোগ্রাফিক ব্যবহার করতে পারেন। যথেষ্ট পরিমাণ তথ্য আপনি ইনফোগ্রাফিকে ব্যবহার করতে পারবেন।
এই টুলস এর ইন্টারেক্টিভ লেআউট আপনাকে চার্ট, ফটো এবং আরও অনেক কিছু এম্বেড করতে সুবিধা দেয়। আপনি এই সাইটের টেমপ্লেট দিয়ে ডিজাইন শুরু করতে পারেন এবং তারপরে নিজেকে কাস্টমাইজ করতে পারেন অথবা আপনি চাইলে সম্পূর্ণ ইনফোগ্রাফিকটি নিজরই তৈরি করতে পারেন। এখানে বিপুল সংখ্যক আইকন, সেইপ, এবং বস্তু আছে যা আপনি আপনার তৈরি ডিজাইনে ব্যবহার করতে পারেন।

9.Adobe Spark:
এই অনলাইন টুলসটি আপনাকে সহজেই ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্লার করতে দেয় –যা সম্পূর্ণ বিনামূল্যে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনেই আমাদের ছবি, প্রোডাক্ট-পণ্যের অংশ কিংবা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। আপনার ফোন/ডেস্কটপ থেকে একটি ছবি, স্টক ফটো বা Adobe Spark থেকে একটি টেমপ্লেট চয়ন করুন৷ ব্লার মেনু নির্বাচন করুন এবং আপনার ছবি যতটা খুশি ততটা অস্পষ্ট করুন। আপনার ছবিটি অসাধারণ করে তোলার জন্যে ফিল্টার, অ্যানিমেশন, টেক্সট বা সীমানা যোগ করুন।

10.Social Image Resizer Tool:
প্রায় প্রতিটি সোশ্যাল মিডিয়াই ছবি শেয়ার করার জন্য এবং প্রোফাইলের কভার বা মূল ছবির জন্যে একটি পিক্সেল সেট করে দেয়। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে ব্যাপারটি অবশ্যই আপনার জানার কথা। যেমনঃ ছবি শেয়ারিঙ এর জন্যে ফেসবুক 1,200 x 630 পিক্সেল রিকমেন্ড করে থাকে। পাশাপাশি, ছবির শেয়ারিং কিংবা আপলোডের ক্ষেত্রে টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন মিডিয়া গুলো আলাদা আলদা পিক্সেল সমর্থন করে। আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন এমন ইমেজকে রিসাইজারের জন্যে এই অনলাইন টুলটি ব্যবহার করতে পারেন। টুলটি সাপোর্ট করে এমন সামাজিক নেটওয়ার্কগুলি হলোঃ
(i).Facebook
(ii).Twitter.
(iii).Linkedin.
(iv).Google+.
(v).Pinterest.
(vi).Instagram.
(vii).YouTube.

11.Photovisi:
সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি শেয়ার হয় থাকে। একই ফ্রেমে একসাথে একাধিক ছবি শেয়ার করার জন্যে মোবাইল ফোনে রয়েছে অসংখ্য Photo Collages এ্যাপ্লিকেশন। তবে সোশ্যাল মিডিয়ায় ফটো কোলাজ (photo collages) করার জন্যে আপনি এই অনলাইন টুলটি ব্যবহার করতে পারেন। এই সাইটে বিভিন্ন টেমপ্লেট রয়েছে। চাইলে আপনি আপনার পছন্দানুযায়ী টেমপ্লেট ঠিক করেনিতে পারেন পাশাপাশি আপনি টেক্সট, ব্যাকগ্রাউন্ড বা গ্রাফিক্সও কাস্টমাইজ ও করতে পারেন৷

12.Tiny Png:
আপনি যদি আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় ছবি ব্যবহার করেন মানে সেই ছবিটির সাইজ বেশি, তাহলে আপনার TinyPNG এর মতো একটি টুল দরকার। এটি মূলত ইমেজ কম্প্রেসার। এটি মূলত ছবির কোয়ালিটি বজায় রেখে ছবির জন্য ফাইলের আকার কমিয়ে দেয়। ছোট আকারের ছবিগুলি আপনার ওয়েবসাইটের স্পিড দ্রুত করে তুলে এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত আপলোড করে৷ আপনি যে ইমেজ ফাইলটি কম্প্রেস করতে চান সেটি বেছে নিন (PNG, WebP, বা JPEG ফরম্যাট) এবং টুলটি আপনার ইমেজটিকে সর্বোত্তম আকারে কম্প্রেস করবে। পরবর্তীতে ছবিটি সেইভ করে নিন।

13.Infogram:
আপনি যখন ডেটা বা গবেষণা-সমর্থিত কোন নিবন্ধন লেখেন, তখন আপনি একটি চিত্রের মাধ্যমে ডেটা কিংবা গ্রাফ প্রদর্শন করে থাকেন। এটির জন্য আমি খুঁজে পেয়েছি সেরা সরঞ্জামগুলির মধ্যে একটি হল Infogr.am একটি অনলাইন টুল,যা দিয়ে আপনি খুবই সহজেই চার্ট, গ্রাফ এডিটর এবং রিপোর্ট তৈরি করতে পারেন। পাশপাশি এই টুল ব্যবহার করে আপনি পোস্টার, ইনফোগ্রাফিক ও তৈরি করতে পারবেন। আপনি যে ধরনের গ্রাফ ব্যবহার করতে তা আগে সিলেক্ট করে নিন, এবং পরবর্তীতে মানগুলি বসিয়ে চিত্রটি সম্পূর্ণ করে নিন।

14.Iconfinder:
আপনার তৈরি করা সোশ্যাল মিডিয়া ডিজাইন ছবিতে আইকন ব্যবহার করুন। বিভিন্ন ধরণের আইকন মূলত কোন একটি ছবির সৌন্দর্য বৃদ্ধিতে ও ব্যবহৃত হয় এবং কোন একটি বিষয়কে সহজভাবে বুঝানোর জন্যে ও আইকন ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটটি থেকে আপনি চাহিদানুযায়ী অসংখ্য আইকন খুঁজে পাবেন।

আশা করি, Image Tools SMM Bangla Tutorial টি আপনাদের ভালো লেগেছে।