Uname Command Linux Bangla Tutorial – ইউনেম কমান্ড লিনাক্স বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। Uname হলো Unix ইউনিক্স এর সংক্ষিপ্ত রুপ। এটি লিনাক্সের একটি গুরুত্বপূর্ণ কমান্ড যা আপনার চলমান লিনাক্স সিস্টেমের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার তথ্য প্রদান করে থাকে। এই টিউটোরিয়ালে আমরা লিনাক্স এর ইউনেম কমান্ড [ uname commad] সম্পর্কিত কিছু কমান্ড নিয়ে আলোচনা করবো,বিস্তারিত জানবো।
uname -a Command:
[uname -a] এই কমান্ডটি আপনার ব্যবহার করা চলমান সিস্টেমের সমস্ত সম্ভাব্য তথ্য প্রদর্শন করে।

uname -s Command:
[uname -s] এই কমান্ডটি টার্মিনালে চালানোর মাধ্যমে আমরা সিস্টেমের কার্নেল নেম [Kernel Name] বের করতে পারি।

uname -v Command:
[uname -v] কমান্ডটি ব্যবহার করে সিস্টেমের কার্নেল ভার্সনটি জানতে পারি।

uname -r Command:
[uname -r] দ্বারা কার্নেল এর রিলিজ ডেট দেখতে পারি।

uname -m Command:
[uname -m Command: কমান্ড দ্বা আপনার চলমান মেশিনের হার্ডওয়্যার নাম দেখতে পারেন। যদি আউটপুটের ভ্যালুটি x86_64 বিট হয় তার মানে আপনি ৬৪ বিটের আপারেটং সিস্টেম ব্যবহার করছেন। তবে i686 ভ্যালুটি উইন্ডোজ এর ৩২ বিট অপারেটিং সিস্টেমকে বুঝায়।

name -n Command:
[name -n ]দ্বারা সিস্টেমের নেটওয়ার্ক নোড হোস্টনেমকে দেখায়।

uname -o Command:
[uname -o] কমান্ডটি আপনার ব্যবহার করা চলমান সিস্টেমটির অপারেটিং সিস্টেম এর নাম প্রিন্ট করে।

uname —version Command:
[uname —version] কমান্ডটি টার্মিনালে চালিয়ে uname version details ইউনেম ভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আশা করি, Uname Command Linux Bangla Tutorial – টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। লিনাক্স কমান্ড সম্পর্কিত নতুন টিউটোরিয়ালের জন্যে আমাদের সাথেই থাকুন।